বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর। বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা প্রশাসনে গিয়ে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, বিসিসি’র ১ নম্বর প্যানেল মেয়র গাজী নাঈমুল হোসেন লিটু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মেহেন্দিগঞ্জ পৌরসভার মেয়র কামাল উদ্দিন খান এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট লস্কর নুরুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমা দেয়ার পর এক প্রতিক্রিয়ায় একেএম জাহাঙ্গীর বলেন, চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করে জনগনের সেবায় আত্মনিয়োগ করবেন তিনি।
এর আগে মনোনয়ন জমা দেন মো. আসাদুজ্জামান নামে অপরিচিত এক ব্যক্তি। তার বাড়ি হিজলা উপজেলায়।
চেয়ারম্যান পদে ২ জন ছাড়াও বিকেল ৩টা পর্যন্ত ১০ উপজেলায় ১০টি সাধারন সদস্য পদে ৪৪ জন এবং ৪টি সংরক্ষিত সদস্য পদে ১৩ জন মনোনয়ন জমা দিয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।
তিনি আরও জানান, জমা হওয়া মনোনয়নপত্রগুলো যাচাই করা হচ্ছে। আগামী ১৮ সেপ্টেম্বর রবিবার সকালে সার্কিট হাউজে মনোনয়ন বাছাই হবে। এরপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এএম