ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির অংশে বৃহস্পতিবার সকাল থেকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এ যানজট সৃষ্টি হওয়ার কারণে যাত্রীরাও সীমাহীন কষ্টে ভুগছেন। দাউদকান্দির গৌরীপুর মোড়ে গত তিন দিন ধরে মহাসড়কের এক লেনের সড়ক উন্নয়নের কাজ চলছে। মহাসড়কের এক লেন দিয়ে দু’লেনের গাড়ি চলার কারণে থেমে থেমে যানজট হচ্ছে। সপ্তাহের শুরু থেকে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত চলে মহাসড়ক উন্নয়নের কাজ। এ কারণে গত কয়েকদিন ধরেই সকাল থেকে বিকাল পর্যন্ত গড়ায় মহাসড়কের যানজট।
এ সময় যানজটে যাত্রীবাহী বাস, রোগীবাহী অ্যাম্বুলেন্স ছাড়াও মালবাহী ট্রাক আটকা পড়ে থাকতে দেখা যায়। বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায় মহাসড়ক মেরামতের কারণে গৌরীপুর মোড় থেকে রায়পুর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার গাড়ির ঝটলা। কুমিল্লা থেকে ঢাকাগামী এ সড়কের স্থানীয় আমিরাবাদ থেকে গৌরীপুর পর্যন্ত ১ কিলোমিটার সড়ক উন্নয়নের কাজ করছে সড়ক ও জনপদ বিভাগ।
বিডি প্রতিদিন/হিমেল