সারাদেশে ন্যায় চাঁদপুরের আট উপজেলার পিআইও, ডিআরও কর্মকর্তা কর্মচারীরা ৫ দফা দাবিতে জেলা প্রশাসক এর নিকট স্বারকলিপি প্রদান করেছে। সোমবার থেকে বুধবার সকল উপজেলায় প্রতিদিন সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করেন তারা। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন শেষে চাঁদপুর জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।
স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পিআইও (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) মো. রফিকুল ইসলাম, মতলব উত্তর উপজেলা পিআইও মো: আওরঙ্গজেব, মতলব দক্ষিন উপজেলা পিআইও মো: রবিউল ইসলাম খান, ফরিদগঞ্জ উপজেলা পিআইও মিল্টন দস্তিদার, হাইমচর উপজেলা পিআইও মাসুদুর রহমান শাওন, হাজীগঞ্জ উপজেলা পিআইও মো: জাকির হোসেন, কচুয়া উপজেলা পিআইও মো: আশেকুর রহমান, শাহারাস্তি উপজেলা পিআইও মো: সবুজসহ সকল উপজেলার উপ-সহকারি প্রকৌশলী, কার্য সহকারি ও অফিস সহায়ক।
বিডি প্রতিদিন/হিমেল