জ্বালানি তেল, পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি, দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুন্ডু, পৌর বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা দেশের এই অস্থিতিশীল পরিস্থিতিতে সরকারকে দায়ী করে বলেন, বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন রুখে দিয়ে সরকার নেতাকর্মীদের হত্যা ও নির্যাতন করছে।
বিডি প্রতিদিন/এমআই