রাজধানীর মিরপুরসহ সারাদেশে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচীতে আইন সৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের যৌথ হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
রবিবার সকালে টাঙ্গাইল জেলা বিএনপি আয়োজিত এ বিক্ষোভ মিছিলে যোগ দিতে শহরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসে শহরের বেপারী পাড়ায় শিশু সদনের সামনের জড়ো হতে থাকে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের দিকে প্রবেশ করতে চাইলে শান্তিকুঞ্জ মোর এলাকায় পুলিশ বাঁধা দেয়। পরে সেখানেই বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আতাউর রহমান জিন্নাহ, শহর বিনপির আহবায়ক মেহেদী হাসান আলিম, শাহিন আকন্দ, সদর উপজেলা বিএনপির আহবায়ক আজগর আলী, যুগ্ম আহবায়ক হাদিউজ্জামান সোহেল, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রউফ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ