নরসিংদীর পাঁচদোনা মোড়ে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। রবিবার দিবাগত রাত ১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নরসিংদীর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাসেল মিয়া নামে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ডাঙ্গা রাস্তার পাশে মাসুদ রানার ইলেক্ট্রনিকসের দোকানে হঠাৎ করে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই দোকানগুলো আগুনে পুড়ে যায়।
খবর পেয়ে নরসিংদী ও পাচঁদোনা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাসুদ বলেন, আমার সব শেষ হয়ে গেছে। মাত্র কয়েকদিন আগে আমার দোকানে মালামাল উঠাইছিলাম। আমার মোটরসাইকেল ও ক্যাশ টাকাসহ সব পুড়ে গেছে।
বিডি প্রতিদিন/এমআই