কক্সবাজারের টেকনাফ পৌরসভার উত্তর জালিয়া পাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ রেজাউল করিম (৩৩) নামে এক যুবককে আটক করেছে।
রবিবার ভোররাতে টেকনাফ পৌরসভার উত্তর জালিয়া পাড়ায় নিজ বসতবাড়ি থেকে ৫ হাজার ইয়াবাসহ তাকে আটক করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রেজাউল করিমের বসতবাড়িতে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালানো হয়। এসময় আটক আসামির বসতবাড়ি থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর জালিয়া পাড়া এলাকার নুরুল আমিনের ছেলে রেজাউল করিমকে আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামিকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই