বগুড়া সারিয়াকান্দিতে ৫ম শ্রেণীর ছাত্র মোঃ স্বাধীন মিয়া (১৪) নিখোঁজ হয়েছে। নিখোঁজ স্বাধীন ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। সে উপজেলার হাটফুলবাড়ী দক্ষিণ পাড়া গ্রামের জাফর আলী মুনজিলের ছেলে। এ বিষয়ে শনিবার স্বাধীনের বাবা সারিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।
ডায়েরি সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর বিকাল ৪টায় স্বাধীন ফুলবাড়ি বাজারে যায়। এরপর আর বাজার থেকে বাড়িতে ফিরে আসেনি। স্বাধীনের বাড়ি ফুলবাড়ি বাজারের দক্ষিণ পাশে।
স্বাধীনের বাবা জাফর আলী মুনজিল জানান, স্বাধীন নিয়মিত স্কুলে যেত। এসএসসি পরীক্ষার জন্য স্কুল বন্ধ থাকার কথা বলে সে কয়েকদিন ধরে স্কুলে যায়নি। দুপুরের দিকে সে বাড়ি থেকে বর হয়ে যায়। এরপরে সে আর ফিরে আসেনি। আমার আত্মীয় স্বজনদের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছে না।
স্বাধীনের মা সিমা আক্তার বলেন, স্বাধীন দুপুরে গোসল করে বাড়িতে দুপুরের খাবার খেয়েছে। এর পরে সে বাজারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, থানার ডায়েরি অনুযায়ী শিক্ষার্থীকে খুঁজতে আমাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএ