সারাদেশে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আইন-শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগের যৌথ হামলার প্রতিবাদে ময়মনসিংহের তারাকান্দায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার দুপুরে তারাকান্দা উপজেলায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালাম ও যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারসহ বিএনপির নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে পুলিশ কর্তৃক মিথ্যা মামলা দায়েরের পাশাপাশি সন্ত্রাসী হামলা ও নির্যাতন করে যাচ্ছে। দেশে দ্রব্যমূল্যসহ সবকিছুর দাম লাগামহীন ভাবে বাড়লেও সরকার না দেখার ভান করছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন