নাছিরাবাদ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের পর ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম-নেত্রকোনা-জারিয়ার ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রবিবার দুপুরে ট্রেন চলাচল সচল হয়।
এর আগে সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ মহানগরের শম্ভুগঞ্জ এলাকায় ট্রেনটির মালবাহী একটি বগি লাইনচ্যুত হয়। ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক মির্জা মোহাম্মদ মুক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাছিরাবাদ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর ময়মসিংহের সঙ্গে চট্টগ্রাম-নেত্রকোনা-জারিয়ার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে বগিটি উদ্ধার করলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
বিডি প্রতিদিন/এমআই