ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের ধলিয়া চকবস্তা গ্রামে বজ্রপাতে মীর হোসেন চৌধুরী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার ভোরে শ্বশুড় বাড়ির পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে তিনি মৃত্যুবরণ করেন।
মীর হোসেন চৌধুরীর নিজ বাড়ি ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দক্ষিণ তারালিয়া গ্রামে। বিয়ের পর থেকে পরিবার নিয়ে তিনি একই উপজেলার দরবারপুর ইউনিয়নের ধলিয়া চকবস্তা গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করে আসছেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।
স্থানীয়রা জানায়, ভোরে ফজরের নামাজের পর পার্শ্ববর্তী খালে জাল দিয়ে মাছ ধরতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়। পরে আশপাশের লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ পরিবারের সদস্যরা উদ্ধার করেন।
দরবারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল