লালমনিরহাটের আদিতমারী উপজেলায় দূর্গাপুরে দুই যুবকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চতুর্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় রবিবার ভোর রাতে আদিতমারী থানা পুলিশ ঘটনার সাথে জড়িত শাকিল (২০) নামে এক যুবককে গ্রেফতার করে।
রবিবার দুপুরে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
অভিযোগে জানা গেছে, গত শুক্রবার বিকেলে আদিতমারীর দূর্গাপুরের উত্তর গোবধা এলাকায় ফুটবল খেলছিল ওই শিশু। এমন সময় বলটি নদীর পাশে বাশঁঝাড়ে গেলে বলটি আনতে যায় ওই শিশু শিক্ষার্থী। সেখানে আগে থেকেই ওৎ পেতে থাকা শাকিল ও আনিছুর মুখ চেপে ধরে বাঁশ ঝাড়ের ভিতরে নিয়ে মুখ বেঁধে উভয়ে পালাক্রমে বলাৎকার করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে শিশুটি রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান।
এ ঘটনায় শনিবার রাতে শিশুটির দাদা আজিজার রহমান বাদী হয়ে একটি মামলা করেন। এ মামলায় পুলিশ আজ ভোর রাতেই অভিযান চালিয়ে শাকিলকে আটক করে।
বলাৎকারের শিকার ওই শিক্ষার্থী আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা এলাকার নজরুল ইসলামের ছেলে এবং শঠিবাড়ী কিন্ডার গার্টেন স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র। অভিযুক্ত শাকিল মিয়া (২০) উত্তর গোবধা গ্রামের ফজলুন মিয়ার ছেলে। অপরজন আনিছুর রহমান (২১) ওই এলাকার মতিয়ার হোসেনের ছেলে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। অপরজন পলাতক রয়েছে।
বিডি প্রতিদিন/এএ