টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীর মুহুরী নদীর দুটি স্থানে ভেঙে তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। গ্রামগুলো হল উত্তর দৌলত পুর, দক্ষিন দৌলতপুর ও কিসমতধনিয়া মোড়া।
ফুলগাজীর দক্ষিণ দৌলতপুর ও উত্তর দৌলতপুর গ্রামের মুহুরী নদীর দুটি স্থানে ভাঙন দেখা দেয়। এতে করে ক্ষিপ্রগতিতে লোকালয়ে পানি ঢুকে। পানিতে তলিয়ে যায় মাছের ঘের, লোকালয়ে ও বিভিন্ন বাড়ি ঘড়ে প্রবেশ করে পানি। চলতি বছর দ্বিতীয় বারের মতো বন্যার পানি প্রবেশ করে লোকালয়ে। এর আগে গত কয়েকমাস আগে মুহুরী ও কহুয়া নদীর চারটি স্থানে ভাঙন দেখা দেয়। গতরাতে মহুরী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবেশ করে ফুলগাজী বাজার পানি প্রবেশ শুরু করে। পরবর্তীতে পানির চাপে মুহরী নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে যায়। মুহুরী নদীর পানি বিপদসীমার ৮৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার জানান, এখন পর্যন্ত বাঁধের দুটি স্থানে ভাঙন দেখা দেয়। আমাদের লোকজন কাজ করছে। সর্বশেষ ১৬ ঘণ্টায় বিপদসীমার ৮৬ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল