ফরিদপুর শহরের চকবাজার ময়রাপট্রিতে আগুনে পুড়ে গেছে একটি মসল্লা ভাঙানো ও একটি হার্ডওয়্যারের দোকান। রবিবার দিবাগত রাত তিনটার দিকে এ আগুনের সূত্রপাত হয়। আগুনে প্রতিষ্ঠান দুটোর সমস্ত মালামাল পুড়ে নষ্ট হয়ে যায়।
স্থানীয়রা জানান, রাত তিনটার দিকে বিকাশ বিশ্বাসের মসল্লা ভাঙানোর প্রতিষ্ঠান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পাশের হার্ডওয়্যার দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের তৎপরতার কারনে বাজারের অন্যান্য দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়তে পারেনি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে মসল্লা ভাঙানোর প্রতিষ্ঠান থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুনে কি পরিমান আর্থিক ক্ষতি হয়েছে তা নির্ধারনের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ