পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠীদের অর্থনৈতিক মানোন্নয়নে সরকারের সহায়তা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অং সুই প্রু চৌধূরী। তিনি বলেন, পার্বত্যাঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালীদের জন্য বর্তমান সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। পাহাড়ের ছেলে মেয়েরা যাতে ঘরে বসে উচ্চ শিক্ষা লাভ করতে পারে সেজন্য স্কুল কলেজগুলো উন্নত করা হচ্ছে। একই সাথে গৃহহীনদের ঘর নির্মাণ করে দিচ্ছে। সরকারের এ উন্নয়ন অব্যাহত রাখতে সবাইতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সোমবার দুপুর ১২টায় রাঙামাটির জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নে কমিউনিটি সেন্টারের ভিত্তি প্রস্তুর স্থাপন ও দরিদ্র জনগোষ্ঠীদের মাঝে ঢেউটিন, সোলার প্যানেল, নগদ অর্থ প্রদান, শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অং সুই প্রু চৌধূরী এসব কথা বলেন।
রাঙামাটি জুরাইছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমার সভাপতিত্বে এতে জুরাছড়ি উপজেলা জোন কমান্ডার লে. কর্ণেল জুলকিফলী আরমান বিখ্যাত, রাঙামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা উপস্থিত ছিলেন।
পরে জুরাছড়ি উপজেলার হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঢেউটিন, সোলার প্যানেল নগদ অর্থ ও শিক্ষার্থীদের উপবৃত্তি শিক্ষা সামগ্রি বিতরণ করেন। একই সাথে জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নে কমিউনিটি সেন্টারের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল