দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, ক্রীড়া প্রতিযোগিতা সুস্থ মানসিকতার সৃষ্টি করে। বঙ্গবন্ধু ছিলেন একজন আদর্শ ক্রীড়া সংগঠক। তার সুযোগ্য সন্তান শেখ কামাল স্বাধীনতা পরবর্তী আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠার মধ্যদিয়ে বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে এক যুগান্তরকারী বিপ্লবের সূচনা করেন। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করার উপদেশ দেন তিনি।
তিনি বলেন, খেলাধুলায় ব্যস্ত থাকলে ছেলেমেয়েরা মাদক থেকে দূরে থাকতে পারবে। জাতির জনকের সুযোগ্য কন্যা চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে খেলার মাঠ রাখার গুরুত্ব আরোপ করেন। যাতে করে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন প্রকার খেলার মাধ্যমে সুস্থ মন ও শরীর গঠন করতে পারে। মেয়েদের জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং ছেলেদের জন্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপের আয়োজন করায় সারা দেশে ক্রীড়াক্ষেত্রে সাড়া পড়েছে। বিশ্বকে তাক লাগিয়ে বাংলার মেয়ে ফুটবলাররা সাফ ফুটবল চ্যাম্পিয়ান শিরোপা জয় করেছে।
শনিবার বাঞ্ছারামপুরে দরিকান্দি আদর্শ কলেজ মাঠে ড. ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দরিকান্দি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগসহ সভাপতি জাহাঙ্গীর ওয়াজেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, মাসুদ করিম সাজু, বাঞ্ছারামপুর পৌর মেয়র তফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক একেএম শহিদুল হক বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহমুদুল হাসান ভূইয়া, শ্রমিকলীগ আহ্বায়ক সৈয়দ আ. আজিজ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আ. রাজ্জাক, পৌর ছাত্রলীগ সভাপতি হিমেল সরকার, সাধারণ সম্পাদক সামুয়েল আহমেদ, কলেজ ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা, কলেজ ছাত্রলীগ সিনিয়র সহ সভাপতি ফাহিম আহমেদ রাকিব প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল