মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী-করমদী সড়কের পুলিশ বক্সের পাশেই সড়কে গাছ ফেলে ঘণ্টাব্যাপী গণডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির ঘটনায় জড়িতদের ধরতে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাতে ডাকাত দল রাস্তার পাশ থেকে একটি কাঠাল গাছ কেটে সড়কে ফেলে দিয়ে চলাচলের গতিরোধ করে। এরপর ওই রাস্তা দিয়ে যারা যাতায়াত করেছে তাদের ধরে ডাকাতদল নির্যাতন করে সর্বস্ব কেড়ে নেয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গাংনী উপজেলার বামন্দী-করমদী সড়কের দেবীপুর মাঠের মধ্যে পুলিশ বক্সের পাশেই একটি কাঠাল গাছ কেটে ফেলে সড়ক অবরোধ করে ১০/১২ জনের একটি ডাকাত দল। পথচারীদের আটকে রেখে টাকা সহ অন্যান্য সামগ্রী ছিনিয়ে নিয়েছে। পরে বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় ডাকাতদের হাতে আটকদের উদ্ধার করা হয়েছে। ডাকাতির ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।
প্রসঙ্গত, চার মাস আগে অর্থাৎ ২০ মে রাতে একইভাবে ওই স্থানে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা ছিনিয়ে নেয় পথচারীদের কাছে থাকা টাকা ও স্বার্ণলংকার।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন