আসন্ন জামালপুর জেলা পরিষদ নির্বাচনে প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যানসহ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচতি হতে যাচ্ছেন।
জামালপুর জেলা পরিষদ নির্বাচন রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর জামালপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির এস এম আবু সায়েম ও জাতীয় পার্টির (জেপি) অ্যাডভোকেট বাবর আলী খান চেয়ারম্যান পদে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ২৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। গত ১৮ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে জাতীয় পার্টি (জেপি) এর অ্যাডভোকেট বাবর আলী খানের মনোনয়নপত্র বাতিল হয়। এছাড়াও সাধারণ সদস্য পদে ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়। এর মধ্যে চেয়ারম্যান পদে অ্যাডভোকেট বাবর আলী খান এবং সাধারণ সদস্য পদে মাদারগঞ্জ উপজেলার আতিকুর রহমান আপিল করেন। রবিবার ২৫ সেপ্টেম্বর জেলা পরিষদ নির্বাচনের প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির এস এম আবু সায়ের তার মনোনয়নপত্র এবং অ্যাডভোকেট বাবর আলী খান তার আপিল আবেদন প্রত্যাহার করে নেওয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচিত হতে যাচ্ছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে মেলান্দহ উপজেলায় মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং মেলান্দহ-মাদারগঞ্জ সংরক্ষিত মহিলা সদস্য পদে নাজমা পারভিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ২৪ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিডি প্রতিদিন/হিমেল