গোপালগঞ্জে বাল্যবিবাহ রোধে সুশীল সমাজ, ইমাম, কাজী, রেজিস্ট্রার, পুরোহিত ও ছাত্র-ছাত্রী সমন্বয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিনব্যাপী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
উপজেলা পরিষদ আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালা সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়ন করেছে। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মশালায় সুশীল সমাজ, ইমাম, কাজী, বিবাহ রেজিস্ট্রার, পুরোহিত ও শিক্ষার্থীসহ ১৩০ জন অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এমআই