খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউপিতে বাড়ির পাশে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলার কবাখালী ইউপির ১ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকায় বাড়ির পাশে পুকুরে পানিতে ডুবে দুই শিশুর নিহতের হওয়ার ঘটনা ঘটে।
নিহত এই দুই শিশুরা হলেন- মুসলিম পাড়া এলাকার মো. কামাল হোসেনের আড়াই বছরের ছেলে ফারহান হোসেন ও একই এলাকার মোহাম্মদ নুর আলমের দুই বছরের মেয়ে নুসরাত আক্তার।
এ বিষয়ে কবাখালী ইউপির চেয়ারম্যান নলেজ চাকমা বলেন, কবাখালী ইউপির ১ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকায় পানিতে পড়ে দুই শিশু মৃত্যুর সংবাদ পেয়েছি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন