বগুড়ার সোনাতলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের মারধরে স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- উপজেলার পৌর সদরের বিশুরপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে আব্দুস সালাম (৪৮) ও আব্দুস সালামের স্ত্রী ফারহানা বেগম (৩৫)। সোমবার ভোরবেলা উপজেলার পৌর সদরের বিশুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসাধীন আব্দুস সালাম জানিয়েছেন, সোমবার ভোরবেলা তার স্ত্রী ফারহানা বেগম পার্শ্ববর্তী পৌদার বিল থেকে ঘরদোর মোছার জন্য কাঁদামাটি নিয়ে আসছিলো। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে বিশুরপাড়া গ্রামের মৃত রহিচ উদ্দীনের ছেলে হায়দার আলী আফু ও আফুর ছেলে রাসেল মিয়া আকস্মিকভাবে লাটিসোটা দিয়ে স্ত্রী ফরহানা বেগমকে বেধড়ক মারপিট করে। তাকে বাঁচাতে এগিয়ে গেলে তারা তাকেও বেধড়ক মারপিট করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আব্দুস সালাম।
বিডি প্রতিদিন/এএম