বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে সোমবার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনার কক্ষে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি এবং এপিএ টিম লিডার প্রফেসর ড. এম. ময়নুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সেবা প্রদান সহজীকরণ এবং সেবা গ্রহীতার কাঙ্খিত সেবা প্রাপ্তিতে সিটিজেন চার্টার বাস্তবায়ন অত্যন্ত জরুরী।
পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মো: আবিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: সিরাজুল ইসলাম তালুকদার। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সিটিজেন চার্টার বাস্তবায়ন কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ।
কর্মশালায় ডিন, পরিচালক, সিটিজেন চার্টার কর্মকর্তা ও শাখা প্রধানগণ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএম