ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার বিকেলে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) দিলারা আক্তার, থানা অফিসার ইন চার্জ (ওসি) মো. আব্দুল ওহাব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান, কাদিরদী ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান মিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল কুমার সাহা, সাংবাদিক কোরবান আলী, প্রধান শিক্ষক আব্দুল আজিজ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম