বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ শিকারের সময় একটি ফিশিং ট্রলারসহ ৬ রোহিঙ্গা নাগরিক ও ৯ বাংলাদেশি জেলেসহ ১৫ জনকে আটক করেছে নৌ-বাহিনী। সোমবার দুপুরে আটককৃতদের মোংলায় হস্তান্তর করেছে নৌবাহিনী।
আটককৃতরা হলেন- টেকনাফ ও উখিয়া ক্যাম্পে থাকা ৬ রোহিঙ্গা মিয়ানমারের নাগরিক জাহিদ আলম (৩৫), মো. জুবায়ের (৩০), মো. কামরুল হোসেন (২৩), মো. ইয়াছির (২৫), নুর আলম (৪০), আলী জোহার (২৮। বাংলাদেশি ৯ জেলেরা হচ্ছেন- শাহ আলম মিস্ত্রি (৫০), মো. নুরুল আলম (৪৫), মো. হারুন (৩৫), মো. আলাউদ্দিন (৪৫), নুর হোসেন (৩৭), জাকের হোসেন (৩২), মো. হালিম (৪৮), জাকির হোসেন (৩২) ও মনির হোসেন (৪৭)। বাংলাদেশি এসব জেলেদের বাড়ী ভোলা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায়।
মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, বঙ্গোপসাগরের জলসীমা লঙ্ঘন করে রবিবার সন্ধ্যায় একটি ফিশিং ট্রলারের জেলেরা অবৈধ ভাবে মাছ শিকার করছিল। এসময়ে বঙ্গোপসাগরে অবস্থান করা নৌ-বাহিনীর জাহাজ বিএনএস গোমতি’র নৌসেনারা ফিশিং ট্রলারসহ তাদের আটক করে।
এ সময়ে ফিশিং ট্রলারটি থেকে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া ক্যাম্পে থাকা ৬ রোহিঙ্গা নাগরিক ও ৯ বাংলাদেশি জেলেসহ আটক করে নৌবাহিনীর সদস্যরা। আটক এসব জেলেদের বঙ্গোপসাগর থেকে এনে ফিশিং ট্রলারসহ সোমবার দুপুরে মোংলায় হস্তান্তর করেছে নৌবাহিনী।
বিডি প্রতিদিন/এএম