বগুড়া সারিয়াকান্দিতে আকাস ক্ষুদে প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার হাটফুলবাড়ী ইউপির গোহাটি মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম। খেলায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী, ফুলবাড়ি ইউপির চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ, আলহাজ্ব রফিকুল ইসলাম, আব্দুল জলিল, আতাউর রহমান, আব্দুল ওয়াহাব প্রমুখ।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, বর্তমানে খেলাধুলা কমে যাওয়ায় আমাদের নতুন প্রজন্ম মোবাইল ফোন এবং টিভিসহ বিভিন্ন ধরনের মাধ্যমে বিভিন্ন ধরনের ক্ষতিকর খেলায় আসক্ত হয়ে পড়ছেন। ফলে আমাদের পরবর্তী প্রজন্ম যন্ত্রের মতো হয়ে যাচ্ছে এবং সমাজে নানা অন্যায় অনিয়ম বেড়েই চলেছে। মানবসম্পদকে জনসম্পদে পরিণত করতে এবং পরবর্তী প্রজন্মকে মাদকাসক্ত হতে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
টুর্নামেন্টে ৫টি দল অংশগ্রহণ করে। এদের মধ্যে পিস্তল ফার্মেসি ও মমিনুল স্টেশনারি দল দুটি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
বিডি প্রতিদিন/ফারজানা