মানিকগঞ্জে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। গত দুই বছর করোনার মহামারিতে স্বল্প পরিসরে পূজা উদযাপন হওয়ায় চাহিদা ছিল না প্রতিমা তৈরির কারিগরদের। এবার জেলায় পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে। সেই সাথে বেড়েছে কারিগরের চাহিদাও। তাই তো দিন রাত কাজ করতে হচ্ছে তাদের।
প্রতিমা কারিগর তপন পাল বলেন, এবার তিনটি মণ্ডপের কাজ নেওয়া হয়েছে। সবগুলির মূল কাজ শেষ হয়েছে। এখন চলছে রংয়ের কাজ। রঙের কাজ শেষ হলে কাপড় পরানো হবে। তিনি আরোও বলেন, সব কিছুর দাম বেড়ে গেছে এবার প্রতিমা তৈরিতে লাভ হবে না। আগে এক লক্ষ টাকায় যে প্রতিমা হয়েছে এখন সেটা দুই লক্ষ টাকার বেশি লাগছে। তার পরেও পূর্বপুরুষের পেশাকে ধরে রাখার জন্য কাজ করে যাচ্ছি।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহা বলেন, এবার জেলায় ৫৫০টি প্রতিমা তৈরি হয়েছে যা গতবারের চেয়ে ৪৩টি বেশি। তিনি আরোও বলেন, প্রতিমা তৈরিতে এবার খরচ বেড়েছে কয়েকগুণ। আগে যে মন্ডপ তৈরি করতে দুই লক্ষ টাকা খরচ হতো এবার খরচ হচ্ছে প্রায় তিন লক্ষ টাকা। মন্ডপ তৈরীতে প্রতিবছর সরকারের পক্ষ থেকে কিছু অনুদান পাওয়া যায়। প্রতিটি পণ্যের দাম বাড়ায় প্রতিমা তৈরি করা কষ্টকর হয়ে পড়েছে। তিনি অনুদান আরো বাড়ানোর দাবি জানান।
বিডি প্রতিদিন/নাজমুল