১ অক্টোবর, ২০২২ ২২:০১

রাসেল ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:

রাসেল ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাসনে রাসেল ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু ঘটেছে। মৃত ওই ব্যক্তির নাম শেখ রাজ্জাক (৫১)। তিনি উপজেলার হরিরামপুর ইউনিয়নের আরজ  খার ডাঙ্গী গ্রামের বাসিন্দা। 

তার বড় ছেলে শেখ রনি বলেন, গত বুধবার পদ্মা নদীর পাড় হয়ে বাবার সাথে জমিতে যান। বেলা ১১টার দিকে তার বাবা তাকে ফোন দিয়ে সাপে কামড়ের বিষয়ে জানান। এ ঘটনার পর রনি তার বাবার কাছে আসেন। রনি আরও জানান, সাপে কাটার পর তাকে হাসপাতালে নিতে চাইলে তিনি না গিয়ে স্থানীয় ওঝার চিকিৎসা নেন। কিন্তু ধীরে ধীরে তার বাবার পা ফুলতে থাকে। 

শনিবার দুপুরের দিকে তার পা আরও ফুলে গেলে তাকে চিকিৎসা দিতে ফরিদপুরে নেওয়ার জন্য এম্বুলেন্স আনেন। এম্বুলেন্স আসার দশ মিনিট পর দুপুর দুইটার দিকে তার বাবার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, সাপে কামড়ের পর এ রোগীটি চিকিৎসা নিতে আসেনি। আসলে অবস্থা বুঝে চিকিৎসার ব্যবস্থা করা যেত।


বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর