১ অক্টোবর, ২০২২ ২২:১৪

ছাত্রলীগ নেতা পলাশ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি

ছাত্রলীগ নেতা পলাশ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ হত্যার বিচার ও পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে এলাকাবাসীর আয়োজনে নিহতের নিজ বাড়ির সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন থেকে বিচারাধীন হত্যা মামলা তুলে নিতে পরিবারের সদস্যদের হুমকি ও স্বাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগ করা হয়। 

মানববন্ধনে পলাশের মা বলেন, ২০১৫ সালে আমার সন্তানকে হত্যা করা হয়েছে। দীর্ঘ সময়কালে আমার সন্তান হত্যার বিচার পাইনি। বিচারের আশায় আদালতের দিকে তাকিয়ে থাকি। আমি যেন সন্তান হত্যার বিচার না পাই সেটা বাস্তবায়ন করতে এই মামলার স্বাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে। দ্রুত সময়ে এই মামলার শেষ করার অনুরোধ করেন পলাশের মা।
পলাশের বাবা অভিযোগ করেন, আমরা ঠিকমতো আদালতে যেতে পারি না। মামলার তারিখের দিনে সন্ত্রাসীরা আমাদের ঘিরে রাখে। আমরা চরম নিরাপত্তাহীনতা আছি।

জানা যায়, ২০১৫ সালের ২১ এপ্রিল যুবলীগের কাউন্সিলকে কেন্দ্র করে পলাশকে কুপিয়ে হত্যা করা হয়। পলাশ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের জৈনুদ্দিন সরদার পাড়ার এ বি সিদ্দিকের ছেলে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর