২ অক্টোবর, ২০২২ ১০:৩০

চুয়াডাঙ্গা সীমান্তে ১০.৭ কেজি রূপার গহনা জব্দ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সীমান্তে ১০.৭ কেজি রূপার গহনা জব্দ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কামারপাড়া সীমান্ত থেকে ১০ কেজি ৭০০ গ্রাম ভারতীয় রূপার গহনাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি। জব্দকৃত রূপার গহনার আনুমানিক মূল্য ১৫ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা। গতকাল শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে ৬ বিজিবি ব্যাটালিয়ন।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ্ মো. ইশতিয়াক জানান, শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের বারাদি ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার আব্দুল জব্বার সঙ্গীয় ফোর্স নিয়ে কামারপাড়া তিন রাস্তার মোড়ে অবস্থান নেয়। এ সময় সীমান্ত দিক থেকে আসা মোটরসাইকেলযোগে এক পাচারকারীকে দেখতে পেয়ে চ্যালেঞ্জ করলে সন্দেহভাজন পাচারকারী মোটরসাইকেল ফেলে ভারত সীমান্তের দিকে পালিয়ে যায়।

পরে মোটরসাইকেলের সিট কভারের ভেতর লুকিয়ে রাখা ভারতীয় ১০ কেজি ৭০০ গ্রাম ওজনের রূপার তৈরি গহনা উদ্ধার করা হয়।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর