পিরোজপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে মশাল মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
গতকাল শনিবার সন্ধ্যার পরে শহরের দামোদর ব্রিজ সংলগ্ন জেলা জাসদ কার্যালয়ের সামনে থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) পিরোজপুর জেলা শাখার আয়োজনে একটি মশাল মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা জাসদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে এক সভায় বক্তব্য দেন জেলা জাসদ সভাপতি চিত্ত রঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ডালিমসহ জেলা ও উপজেলার জাসদ নেতৃবৃন্দ।
এসময় বক্তারা সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, দুর্নীতি, আগুন সন্ত্রাস নির্মূলে জনগণকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার মাধ্যমে সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/ফারজানা