কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি সড়কের পাশ থেকে আবুল কাশেম ওরফে বজলুর রহমানের (৫৫) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ১০ টার দিকে বাড়ির সামনের সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি বুরুদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বর্তমান সদস্য ও মিরদী গ্রামের বাসিন্দা।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল হুদা রুবেল জানান, বুরুদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আবুল কাশেম ওরফে বজলুর রহমানের মরদেহ আজ রবিবার সকালে নিজ বাড়ি থেকে প্রায় চারশ গজ দূরে পুখিয়া গ্রামের সড়কের পাশে পাওয়া গেছে। তার বাড়ি মিরদী গ্রামে।
তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ