২ অক্টোবর, ২০২২ ১৪:৪৬

৪ দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

অনলাইন ডেস্ক

৪ দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

ফাইল ছবি

হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ রবিবার সকাল থেকে বুধবার (৫ অক্টোবর) পর্যন্ত বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। 

আগামী বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল থেকে পুনরায় বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে। তবে এ সময় বেনাপোল বন্দরের মধ্যে পণ্য খালাস সচল থাকবে।

পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী এক বিজ্ঞপ্তি মারফত জানিয়েছেন, দুর্গাপূজার কারনে পশ্চিম বাংলা সরকার ৪ দিনের সরকারি ছুটি ঘোষনা করেছেন। ফলে এসময়ে পেট্রাপোল বন্দরে কাস্টমস এবং বন্দরের সকল কাযর্ক্রম বন্ধ থাকবে। ৬ অক্টোবর থেকে পুনরায় আমদানি ও রপ্তানি স্বাভাবিক হয়ে যাবে।

বেনাপোল কাস্টমস  হাউজের যুগ্ম কমিশনার আব্দুল রশিদ মিয়া জানান, পণ্য খালাস এবং  শুল্কায়নের জন্য বন্দর এবং কাস্টমস খোলা থাকবে। স্বাভাবিক নিয়মে বন্দর খেকে পণ্য খালাস নিতে পারবেন আমদানিকারকরা। তবে ভারতের পেট্রাপোল বন্দর বন্ধ থাকায় কোন পণ্য আমদানি বা রপ্তানি হবেনা।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর