গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকা হতে ৪৭৯ বোতলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১। মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় শনিবার রাতে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন নড়াইলের বাসিন্দা আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে ফারুক মোল্লা (৪৫)।
র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সব সময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নীলফামারী থেকে একটি প্রাইভেটকার রোগে গাজীপুরের দিকে মাদক যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসায় র্যাব-১। এ সময় তারা ওই মাদক ব্যবসায়ী ফারুককে গ্রেফতার করে।
পরে ওই প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪৭৯ বোতল ফেনসিডিল, দুটি মোবাইল ফোন, ১৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। ওই দিন রাতেই র্যাব বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করে। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। কালিয়াকৈর থানার ওসি তদন্ত আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএ