৪ অক্টোবর, ২০২২ ১৩:২১

বগুড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

বগুড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

‘সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার’, স্লোগানে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা করা হয়েছে। 

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা প্রশাসকের করতোয়া সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক। তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মধ্যে কেউ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেউ বা আবার সমাজের নেতাসহ সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তা হবে। তাই তাদের যন্ত্র নেওয়া উচিৎ। শুধু পাঠ্যপুস্তকের মধ্যে তাদের সীমাবদ্ধ না রেখে পারিবারিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শিশুদের জন্য প্রতি বছর বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান করে যাচ্ছে। পাশাপাশি কন্যা শিশুদের উপবৃত্তিসহ বিনা খরচে পড়াশুনা করার সুযোগ করে দিয়েছেন।   
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম।

বিডি প্রতিদিন/কালাম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর