৬ অক্টোবর, ২০২২ ২০:২৩

ফরিদপুরে বিভিন্ন দোকানে ভোক্তা অধিকারের অভিযান

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে বিভিন্ন দোকানে ভোক্তা অধিকারের অভিযান

ফরিদপুরে তেল-চিনি ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা সদরের ধুলদী রেলগেট এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এসময় নিত্যপণ্য লুজ তেল ও চিনির মূল্য তালিকা প্রদর্শন না করা, সরকারি মূল্যের অধিক মূল্যে লুজ তেল ও চিনি বিক্রয় করা এবং একই প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি ও সংরক্ষণ করার অপরাধে মেসার্স জুলহাস ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খান ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

অভিযানে সরকারি মূল্যে তেল, চিনি ও কীটনাশক বিক্রি হচ্ছে কিনা সেগুলোও তদারকি করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর