গাজীপুরে নিজের ৬তলা বাড়ির ছাদ থেকে নিচে পড়ে এক ব্যবসায়ী মারা গেছেন। বুধবার গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন চান্দনা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতের নাম আফতাব উদ্দিন (৬২)। তিনি গাজীপুর গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন চান্দনা গ্রামের আব্দুল আলী দারোগার ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার এসআই সুকান্ত কুমার পাল জানান, বুধবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন চান্দনা গ্রামের হার্ডওয়ার ব্যবসায়ী আফতাব উদ্দিন নিজের ৬তলা বাড়ির নির্মাণ কাজের তদারকি করতে ছাদে যান। ভবনটির ৫ম ও ৬ষ্ঠ তলায় নির্মাণ কাজ চলছিল। তিনি ছাদের একপাশে থাকা পানির ট্যাপ বন্ধ করতে গিয়ে পা পিছলে সেখান থেকে নিচে একটি টিনসেড ঘরের উপরে পড়েন। শব্দ পেয়ে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএ