দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে সকল কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের দুইজন এবং জাতীয় পার্টির একজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে জেলা জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেন ১১৬২ (আনারস) ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ্বয় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী ৭৮ (চশমা) এবং জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তৈয়বউদ্দিন চৌধুরী ২২৬ (মোটরসাইকেল) ভোট পেয়েছেন।
সোমবার দুপুরে জেলা নির্বাচনী কর্মকর্তার নিয়ন্ত্রণ কক্ষ থেকে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে এই তথ্য জানা যায়।
ফলাফলে বিপুল ভোটে পরাজিত হন গত দুই মেয়াদে চেয়ারম্যান পদে থাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী এবং জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক তৈয়ব উদ্দিন চৌধুরী বিপুল।
ফলাফলে দেখা যায়, আজিজুল ইমাম চৌধুরী পার্বতীপুর উপজেলায় কোনো ভোট পাননি। এছাড়া বিরামপুরে পেয়েছেন ২ ভোট। বীরগঞ্জে পেয়েছেন সর্বোচ্চ ২০টি ভোট, এনিয়ে ৭৮ ভোট পেয়েছেন তিনি।
অপরদিকে, জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা তৈয়ব উদ্দিন চৌধুরী বীরগঞ্জে ২টি ও পার্বতীপুরে পেয়েছেন সর্বোচ্চ ৫১টি ভোট। তার প্রাপ্ত ভোটের পরিমাণ ২২৬টি।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দেলোয়ার হোসেন বলেন, স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিরা ভোট দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করলেও এর কার্যক্রম সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। আমি একটানা ৩৬ বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। এই বয়সে আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আমি জেলা পরিষদকে জনগণের জন্য সত্যিকারভাবে উন্মুক্ত করতে চাই। সকলের সহযোগিতা নিয়ে নতুন করে জেলা পরিষদকে পরিচিত করে দিতে চাই দিনাজপুরবাসীর কাছে।
আওয়ামী লীগ প্রার্থীর পরাজয়ের বিষয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল বলেন, কালো টাকার কাছে হেরেছে আমাদের প্রার্থী। বিষয়টি নিয়ে ভোটের আগের দিন সংবাদ সম্মেলনে জানিয়েছিলাম।
তিনি বলেন, আওয়ামী লীগ সাংগঠনিকভাবে দুর্বল নয়, মূলত টাকার কাছে হেরেছি। অন্যদিকে দু’জন প্রার্থী নিয়ে একটা ধূম্রজালের সৃষ্টি হয়েছিল।
উল্লেখ্য, সোমবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ১৩টি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সদর উপজেলায় জেলা শিশু একাডেমিতে এবং বাকি বারোটি উপজেলায় উপজেলা পরিষদে উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলাবাহিনী ছিল সর্বোচ্চ সতর্কাবস্থায়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন