ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। তিনি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৮২২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শফিকুল আলম এমএসসি (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ৫৫৩ ভোট। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ২৬৯ ভোট বেশি পেয়ে আল মামুন সরকার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সোমবার সকাল ৯টা থেকে জেলার ৯টি উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। এছাড়া সাধারণ সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত নারী আসনে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিভিন্ন উপজেলা থেকে প্রাপ্ত ফলাফল :- নাসিরনগর উপজেলায় আল মামুন সরকার ৭১ ভোট ও শফিকুল আলম ৯৬ ভোট, সরাইলে আল মামুন সরকার ৫০ ও শফিকুল আলম ৬৯, সদর উপজেলায় আল মামুন সরকার ৭৪ ও শফিকুল ৮৮, বিজয়নগরে আল মামুন সরকার ৬৯ ও শফিকুল ৬৩, আশুগঞ্জে আল মামুন সরকার ৭০ ও শফিকুল ৩৬ ভোট, আখাউড়ায় আল মামুন সরকার ৬৮ ও শফিকুল ১২ ভোট, কসবায় আল মামুন সরকার ৯৮ ও শফিকুল ৪৬ ভোট, নবীনগরে আল মামুন সরকার ১৮৬ ও শফিকুল ৯৭ ভোট এবং বাঞ্ছারামপুর উপজেলায় আল মামুন সরকার ১৩৬ ও শফিকুল আলম ৪৬ ভোট পেয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, প্রতিটি কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। জেলার ৯টি ভোটকেন্দ্রের প্রতিটিতে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার বাহিনীসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম দায়িত্ব পালন করেছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ