গাইবান্ধায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আবু বকর সিদ্দিক (তালগাছ) ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন গতবারের চেয়ারম্যান জাতীয় পার্টির প্রার্থী আতাউর রহমান সরকার (ঘোড়া), তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৫২৩।
সোমবার রাত সাড়ে ছয়টায় গাইবান্ধার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. অলিউর রহমান তার সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করে বিজয়ীদের বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করেন।
সংরক্ষিত মহিলা আসনে যারা বিজয়ী হন তারা হলেন-১ নং ওয়ার্ডে তৌহিদা বেগম, ২ নং ওয়ার্ডে আরিফা আক্তার, ৩ নং ওয়ার্ডে রুনা আরজু মোনোয়ারা বেগম। সাধারণ সদস্য পদে বিজয়ী ১ নং ওয়ার্ডে এমদাদুল হক, ৩ নং ওয়ার্ডে শহীদুল ইসলাম, ৫ নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, ৬ নং ওয়াডের্ শাখাাওয়াত হোসেন, ৭ নং ওয়ার্ডে শুক্কুর আলী ফিরোজ। ৪ নং ওয়ার্ডে সমান সংখ্যক ভোট পেয়ে লটারীর মাধ্যমে বিজয়ী হন মো. মনিরুজ্জামান। অন্যদিকে ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী এম এস রহমান ইতিপূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন।
বিডি প্রতিদিন/এএম