নড়াইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাড. সুবাস চন্দ্র বোস বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ২৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রার্থী (স্বতন্ত্র) সৈয়দ ফয়জুর আমীর লিটু পেয়েছেন ১৭৮ ভোট। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এসব তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র আরো জানা যায়, ১ নং ওয়ার্ডে (কালিয়া উপজেলা) সাধারণ সদস্য পদে খান শাহীন সাজ্জাদ (পলাশ), ২ নং ওয়ার্ডে ( লোহাগড়া উপজেলা) সাধারণ সদস্য পদে খোকন সাহা ও ৩ নং ওয়ার্ডে (নড়াইল সদর উপজেলা) সাধারণ সদস্য পদে সৈয়দ সামসুল আলম কচি এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে সদস্য (কালিয়া উপজেলা ও সদরের একাংশ) মোসা. শাহিনুর আক্তার রুমা ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডে (লোহাগড়া উপজেলা ও সদরের অপর অংশ) জেসমিন আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, জেলার তিন উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ৫৫২ জন। সব ভোটারাই এ নির্বাচনে ভোট প্রয়োগ করেছেন। তবে সদর উপজেলায় একটি ভোট বাতিল করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম