ঝিনাইদহের সাপের কামড়ে শিল্পী খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত ওই গৃহবধূ দুই সন্তানের জননী। মঙ্গলবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার বড়খাজুরা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে ওই গ্রামের আক্কাস আলী মন্ডলের মেয়ে শিল্পী খাতুন সন্ধ্যায় ভাইয়ের বাড়িতে বেড়াতে যায়। ফিরে আসার পথে বিষধর সাপ তাকে কামড় দেয়। সেই সময় পরিবারের লোকজন তাকে স্থানীয় এক ওঁঝার কাছে নিয়ে ঝাড়ফুক করে। ক্রমেই তার শারিরীক অবস্থার অবনতি হলে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এসব তথ্য নিশ্চিত করেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ