বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে বাঘের তাড়া খেয়ে গাছে উঠে প্রাণে বেঁচে ফিরেছেন মো. ওমর মোল্লা নামে এক জেলে।
বুধবার বিকেলে সুন্দরবনের শ্যালা নদীর নির্গামারী এলাকায় ৫ ঘণ্টা গাছে থাকার পর স্বজনরা মোবাইলে ঘটনাটি জানতে পেরে তাকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া ৪০ বছর বয়সী ওমর মোল্লা বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার তৈয়ব আলী মোল্লার ছেলে।
জেলে ওমর মোল্লাকে উদ্ধারে যাওয়া জয়মনি এলাকার সুমন হাওলাদার জানান, সুন্দরবনের চাঁদপাই স্টেশন থেকে পাস-পারমিট নিয়ে বুধবার সকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে ভিতরে কাঁকড়া ধরতে যান ওমর। দুপুর ২টার সময় তার বাড়ি ফিরে আসার কথা থাকলেও তিনি ফেরেননি। পরে অনেক সময় হয়ে যাওয়ায় আমরা খোঁজাখুঁজি করলে ওমর মোল্লা মোবাইল ফোনের মাধ্যমে আমাদের জানায় সে বাঘের তাড়া খেয়ে গাছে আশ্রয় নিয়েছে। পরে আমরা কয়েকজন সুন্দরবনের শ্যালা নদীর নির্গামারী এলাকায় যাই। বনের ভিতরে ওমর আলীর অবস্থান শনাক্ত করতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে। বাঘের তাড়া খেয়ে ৫ ঘণ্টা ধরে গাছে অবস্থানের পর বিকেল সাড়ে ৫টার সময় তাকে উদ্ধার করা হয়।
সুন্দরবনের চাঁদপাই স্টেশন কর্মকর্তা মো. ওবায়দুর রহমান জানান, বাঘের তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে কোন জেলে ৫ ঘণ্টা ধরে গাছে অবস্থানের বিষয়টি কেউ বন বিভাগকে জানায়নি। বিষয়টি আমাদের জানালে তাকে দ্রুত সময়ে উদ্ধার করা সম্ভব হতো।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন