রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে জাল টাকা দিয়ে প্রতারণা চক্রের দুই সদস্যকে আটক করেছে। এ সময় এক হাজার টাকায় দুইটি জাল নোট জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. জাহিদ মোল্লা (৩৬) ও মো. মহিউদ্দীন চৌধুরী (৪৪)। জাহিদ ঢাকা জেলার ডেমরা থানার নড়াইবাগ গ্রামের রহমান মোল্লার ছেলে এবং মহিউদ্দীন চৌধুরী নোয়াখালী জেলার কবিরহাট থানার চিরিঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
আজ রবিবার দুপুরে প্রতারক চক্রের দুই সদস্যের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাদাহত হোসেন। তিনি বলেন, শনিবার রাতে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়ন থেকে জাল টাকা দিয়ে প্রতারণার সময় জাহিদকে আটক করা হয়। তার তথ্যের ভিত্তিতে রাজবাড়ী পৌরসভার রেলগেট এলাকা থেকে মহিউদ্দীনকে আটক করা হয়। তারা প্রাথমিকভাবে জাল টাকা দিয়ে মানুষকে প্রতারণা করে থাকেন বলে স্বীকার করেছেন।
বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।
বিডি প্রতিদিন/এএ