ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার একটি আমবাগান থেকে বদরুল ইসলাম (৩৫) নামে এক ট্রলিচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার চাপোর এলাকার একটি আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃতের স্বজনদের দাবি, কিছু দিন আগে উপজেলার মল্লিকপুর মালিপাড়ার হুমায়ুন কবির নামে এক ব্যক্তি বদরুলকে হত্যার হুমকি দিয়েছিলেন। পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, পীরগঞ্জ উপজেলার উত্তর মালঞ্চা কাটাবাড়ি এলাকার সফিজুল ইসলামের ছেলে বদরুল ইসলাম শনিবার রাতে বাসা থেকে বের হন। রাতে তার পরিবারের সদস্যরা একাধিকবার ফোন দিলেও ফোন ধরেননি তিনি। পরদিন সকালে পীরগঞ্জ উপজেলার চাপোর এলাকার একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ও অতিরিক্ত এসপি রাজিয়া সুলতানা ও সিআইডির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। খুন করে মরদেহ আমবাগানে ফেলে রাখা হতে পারে বলে ধারণা পুলিশের।
বিডিপ্রতিদিন/কবিরুল