বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, বিএনপি এই সরকারের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেনো আওয়ামী লীগের নেতাকর্মীরা বেঁচে থাকতে তাদের ষড়যন্ত্র কখনই বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে বিএনপির সাথে মোকাবিলা করে তাদের প্রতিহত করবে।
রবিবার দুপুরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন।
তিনি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচন। এই নির্বাচন কারো জন্য থেমে থাকবে না। সঠিক সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে। এজন্য পাড়া-মহল্লা পর্যায়ে আওয়ামী লীগকে সাংগঠনিক ভাবে আরও শক্তিশালী করতে হবে। পাড়া-মহল্লা পর্যায়ে আওয়ামী লীগ শক্তিশালী এবং ঐক্যবদ্ধ হলে নৌকার বিজয় নিশ্চিত।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্থানীয় সংসদ সদস্য সামছুল আলম দুদু, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল ও যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন