আগামী ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে নগরকান্দার তালমা ইউনিয়নের কোনগ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। নগরকান্দা-সালথা উপজেলা বিএনপির আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম, জেলা বিএনপি নেতা আজম খান, আতাউর রশিদ বাচ্চু, মাজেদ মিয়া, এএফএম কাইয়ুম জঙ্গী, গোলাম মোস্তফা মিরাজ, তানভির সিদ্দিকী রুবেল, এ্যাডভোকেট মামুনুর রশিদ, নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, তালুকদার নাজমুল হাসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসসহ নগরকান্দা-সালথা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভা থেকে বক্তারা আগামী ১২ নভেম্বর ফরিদপুর বিভাগীয় সমাবেশ সফল করতে সকলের প্রতি আহবান জানান।
বিডি প্রতিদিন/এএ