লক্ষ্মীপুরে ৩০ জন অটিস্টিক শিশুর মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধূলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে শহরের নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলে এসব সামগ্রী বিতরণ করা হয়।
আমরা ক’জন মুজিব সেনা সংগঠনের আয়োজনে এতে পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা আওয়ামী লীগ নেতা জসীম উদ্দিন আহমেদ।
এ সময় আরো ছিলেন সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক নুরুল ইসলাম, প্রফেসর জেড এম ফারুকী, কবি মুজতবা আল মামুন, রাজু আহমেদ প্রমুখ।
এ সময় বক্তারা অটিস্টিক শিশুদের প্রতিবন্ধী শিশু না বলে স্পেশাল চাইল্ড হিসেবে দেখে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন