গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মুরাদ (৪৫) নামে বাসের চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৫ জন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়নী উপজেলার মাঝিগাতী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর ফায়ার স্টেশনের অফিসার সজীবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা-পিরোজপুর রুটের ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিল। বাসটি মুকসুদপুরের মাঝিগাতীতে পৌঁছালে বিপরিত দিক যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বিআরটিসির বাসের চালক মুরাদ (৪৫) ঘটনা স্থলে নিহত হন। এসময় দুই বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ও মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। মারাত্মক আহত ৮ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল।
বিডি প্রতিদিন/হিমেল