চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ। সেমিনারে জেলার বিভিন্ন ব্যবসায়ীগণ উপস্থিত থেকে তাদের সুবিধা অসুবিধা গুলো তুলে ধরেন। এসময় বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল