ঢাকার ধামরাইয়ের কাওয়ালীপাড়া বাজারের স্ত্রী হত্যা মামলার আসামি মিরাজ শেখকে (২২) গ্রেফতার করেছে র্যাব-৪। রবিবার রাতে যশোর জেলার অভয়নগর থানার ভাঙ্গা গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়।
মিরাজ শেখ খুলনা জেলার ডুমুরিয়া থানার ডুমুরিয়া এলাকার মো. হান্নান শেখের ছেলে। তিনি ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর বাস্তা আদর্শ গ্রামের সোনা মিয়ার মেয়ে জুলেখাকে বিয়ে করেছিলেন।
র্যাব-সূত্রে জানা যায়, মিরাজ শেখের বিরুদ্ধে স্ত্রী হত্যার একটি মামলা হয়। গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপনে ছিল। খবর পেয়ে যশোর জেলার অভয়নগর থানার ভাঙ্গা গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়। রবিবারই আসামি মিরাজকে ধামরাই থানায় হস্তান্তর করে র্যাব-৪।
র্যাব-৪ এর লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ রাকিব মাহমুদ খান (সিপিসি-২) বলেন, গত বুধবার রাতে কাওয়ালীপাড়া বাজারে একটি ভাড়া বাসায় নিজ স্ত্রীকে হত্যা করে ঘরের ভিতরে কাঁথা দিয়ে ঢেকে দরজায় শিকল দিয়ে কৌশলে পালিয়ে যায়। পরের দিন স্থানীয় লোকজন ঘরের ভিতরে জুলেখার লাশ পেয়ে ধামরাই থানা ও তার পরিবারের লোকজনকে খবর দেয়। এরপর ধামরাই থানার পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় জুলেখার বড় ভাই আল-আমিন বাদী হয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/ফারজানা